তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল কুর্দি বিদ্রোহীরা। সেই ঘটনার পর উত্তর ইরাকে কুর্দিদের আস্তানা লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে তুর্কি বাহিনী।
তুরস্কের দাবি, এই অভিযানে কুর্দি বিদ্রোহীদের ২০টি লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হয়। আঙ্কারার দাবি, নিষিদ্ধ কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকের বেশ কয়েকজন সদস্যকে এই হামলায় হত্যা করা হয়েছে।
দ্বিতীয় হামলাকারীকে হত্যা করে তুরস্কের পুলিশ। এসময় দুই পুলিশ সদস্যও আহত হয়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাল্টা ব্যবস্থা হিসেবে কুর্দিদের গুহা, ডিপো ও বাঙ্কার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।