সংসদ নির্বাচন : ৭ লাখের বেশি প্রবাসীর নিবন্ধন

0
সংসদ নির্বাচন : ৭ লাখের বেশি প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৭ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

আজ বৃহ্স্পতিবার সকাল ১০টা নাগাদ পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ৭ লাখ ৮ হাজার ২৪৭ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৬ লাখ ৫২ হাজার ২৫৩ জন পুরুষ ও ৫৫ হাজার ৯৯২ জন নারী রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন। এই দেশ থেকে ১ লাখ ৫৪ হাজার ৫৭৮ জন। এরপর রয়েছে কাতার, এই দেশে ৫৭ হাজার ২৮৬ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া ওমান থেকে নিবন্ধন করেছেন ৪৩ হাজার ১৬৩ প্রবাসী ভোটার, মালয়েশিয়া থেকে ৪০ হাজার ৩৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৬৫২ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here