আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার ড. আবুল হাসনাত মোহা. শামীম।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. সৈয়দা তাজনিন ওয়ারিশ সিমকি ও সদস্য সচিব হয়েছেন প্রকৌশলী মো. মাহবুব আলম।
এছাড়া কমিটিতে দেশের বিভিন্ন পেশার খ্যাতিমান ও অভিজ্ঞ ব্যক্তিবদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. সোহাগ আওয়াল, ডা. মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাংবাদিক আমিরুল ইসলাম কাজীসহ মোট ২৪ জন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নির্বাচন ব্যবস্থাপনা, সার্বিক সমন্বয় ও নীতিগত দিক নির্দেশনা প্রদানে এ নির্বাচন পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

