সংসদ নির্বাচন নিয়ে ওআইসি’র সঙ্গে আওয়ামী লীগের বৈঠক

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সঙ্গে আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিন সদস্যদের ওআইসি নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে এ বৈঠক হয়। 

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কবি কামাল আব্দুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়সা সিদ্দিকা, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here