সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, সাতক্ষীরায় আনন্দ মিছিল

0

সাতক্ষীরার নলতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নলতা বাজার থেকে আনন্দ মিছিল বের করা হয়।

এরপর তা কালিগঞ্জ-সাতক্ষীরা সড়ক হয়ে নলতা ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে নলতা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

এদিকে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে আনন্দ মিছিল বের করে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। সেখানে যুবলীগ, ছাত্রলীগসহ অনান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here