সংসদে সম্পূরক বাজেট পাস

0

চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ১৭ হাজার ২৯৯ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগ তাদের মূল বরাদ্দের থেকে বেশি ব্যয় করেছে তার অনুমোদন দিতেই এ বাজেট পাস হয়।

মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২৩’ উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে সম্পূরক বাজেটের ওপর সরকারি ও বিরোধীদলের সদস্যরা আলোচনা করেন।

বিল পাসের আগে বিধান অনুযায়ি ২০টি মঞ্জুরি দাবি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সংসদে উত্থাপন করলে পৃথক পৃথকভাবে পাস করা হয়। এসব দাবির ওপর বিরোধীদলের ১০ জন সদস্যের আনীত ১৬০টি ছাঁটাই প্রস্তাবের মধ্যে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মোট ৩টি দাবির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্পূরক বাজেটে সর্বোচ্চ ৯ হাজার ৫৮৫ কোটি ৪১ লাখ ৫৭ হাজার টাকা রয়েছে কৃষি মন্ত্রণালয় খাতে, দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ৪৯১ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার টাকা রয়েছে স্থানীয় সরকার বিভাগ খাতে। তৃতীয় সর্বোচ্চ ৩ হাজার ৩৫৯ কোটি ২৪ লাখ ৮ হাজার টাকা পানি সম্পদ মন্ত্রণালয় খাতে। আর চতুর্থ সর্বোচ্চ খাদ্য মন্ত্রণালয় খাতে ২ হাজার ৮৮৬ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার টাকা, পঞ্চম সর্বোচ্চ ২ হাজার ২৪৭ কোটি ৮৪ লাখ ৬ হাজার টাকা পরিকল্পনা বিভাগ খাতে রয়েছে।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে ১ হাজার ৮৭৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকা, ধর্ম মন্ত্রণালয় খাতে ১ হাজার ৭০৭ কোটি ৬২ লাখ ৯৭ হাজার টাকা, বিদ্যুৎ বিভাগ খাতে ১ হাজার ১১৩ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাতে ১ হাজার ৭৭ কোটি ৮ লাখ ৪৫ হাজার টাকা, শিল্প মন্ত্রণালয় খাতে ৭০১ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা, ডাক ও টেলিযোগাযোগ খাতে ৫৫১ কোটি ৬১ লাখ ৯১ হাজার টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে ৫৩৫ কোটি ৮ লাখ ৩৯ হাজার টাকা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে ৫০৪ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খাতে ৩৫২ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে ২৭৬ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার টাকা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে ১১৩ কোটি ১৯ লাখ ৩৯ হাজার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে ১১২ কোটি ৫ লাখ ১১ হাজার টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাতে ৬২ কোটি ৮৬ লাখ ২৮ হাজার টাকা, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ খাতে ৩২ কোটি ৪৬ লাখ ৪ হাজার টাকা, সংস্কৃতি মন্ত্রণালয় খাতে ২৪ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সরকারি দলের সদস্য হাবিবুর রহমান।

এরপর সম্পূরক বাজেটের ওপর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংক্ষিপ্তাকারে সমাপনি বক্তৃতা শেষে সম্পূরক বাজেট পাসের প্রক্রিয়া শুরু হয়। পৃথক পৃথকভাবে মঞ্জুরি দাবি পাসের পর নির্দিষ্টকরণ সম্পূরক বিল, ২০২৩ পাসের মধ্য দিয়ে ২০২২-২৩ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here