আগামী ৯ মে পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলবে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৯ মে অধিবেশন শেষ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ মে) এ অধিবেশন শুরু হয়।