পার্লামেন্ট ভবনেই নারী সহকর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার সিনেটর ডেভিড ভ্যানের বিরুদ্ধে।
গত বুধবার তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন লিডিয়া থ্রোপ। এই নারী সিনেটরের অভিযোগ ভ্যান তাকে পার্লামেন্টের এক সিড়ির কোনায় বসে শিষ্টাচার বহির্ভূতভাবে স্পর্শ করেছেন এবং যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন।
যদিও শেষ পর্যন্ত থ্রোপ তার অভিযোগ বিশেষ কারণে তুলে নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলেও কথা দিয়েছেন এই আদিবাসী নারী।
এই ঘটনার মাঝেই ভ্যানের আরো কয়েকটি নারী কেলেঙ্কারির ঘটনা সামনে আসে। তার সাবেক সহকর্মীরাও তার বিরুদ্ধে অভিযোগ করেন। একজন জানিয়েছেন, আগেও এমন ঘটনা ঘটিয়েছিলেন ভ্যান। তখন ক্ষমা চেয়ে বলেছিলেন, এই ঘটনার পুনরাবৃত্তি আর করবেন না।
তবে সব অভিযোগ অস্বীকার করে সিনেটর ভ্যান বলেছেন, এরকম কোনো কাণ্ডই তিনি কখনো ঘটাননি।
সূত্র: বিবিসি