সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করণে জাতীয় নির্বাচন অপরিহার্য: জাকের পার্টি

0

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাতীয় নির্বাচন দেশের উন্নয়ন,অগ্রগতি অব্যাহত রাখা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করণে জাতীয় নির্বাচন অপরিহার্য। তাই জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনে জাকের পার্টির প্রার্থী বাছাইয়ের  কাউন্সিল শুরু করেছেন।

রবিবার রংপুর-৪ ও ৫  আসনের কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।

রংপুর জেলা জাকের পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খোকন কাউন্সিলে সভাপতিত্ব করেন। কাউন্সিলে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির কেন্দ্রীয় নেতা শেখ নজরুল ইসলাম লিটন, মুফতী শরীফুল ইসলাম সাঈফী, মুফতী মাসুম বিল্লাহ, নজরুল ইসলাম, মোর্শেদ হাসান জামাল, রশিদ হাওলাদার, কৃষক মহিউদ্দীন, বিপ্লব বনিক, মুফতী কাউসার আহমেদ চাঁদপুরী।

ইতোমধ্যে বৃহত্তর রংপুরের ২৫ টি সংসদীয় আসনে জাকের পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here