গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এটি যথাযথভাবে মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি সকল পক্ষকে সংলাপ, পুনর্মিলন এবং শান্তির পথে এগিয়ে আসার বার্তা দিয়েছেন।
পোপ বলেন, এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য আমি মধ্যস্থতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে এবং বন্দীরা শিগগিরই পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেন।
পোপ আরও বলেন, গাজার জনগণের অনেক জরুরি প্রয়োজন রয়েছে। আমি আশা করি, মানবিক সহায়তা আরও দ্রুত পৌঁছে যাবে। একই সঙ্গে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য এটি হতে হবে আশা জাগানোর সময়। আমি আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় উভয় পক্ষ সঠিক দ্বিরাষ্ট্র সমাধানে পৌঁছাবে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের সময় আটক হওয়া ৩৩ ইসরায়েলি বন্দীকে প্রথম ধাপে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এটি ৪২ দিনের যুদ্ধবিরতির অংশ হিসেবে কার্যকর হবে।
পোপ ফ্রান্সিস সব পক্ষকে পুনর্মিলনের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সংলাপ এবং শান্তি—এটিই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। মানবিকতার স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।’
পোপ ফ্রান্সিস দুই পক্ষকেই রাজনৈতিক সমঝোতার মাধ্যমে স্থায়ী সমাধানের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ কাজে সহযোগিতার জন্য আহ্বান জানান। পোপের মতে, এই প্রচেষ্টা কেবল গাজার মানুষ নয়, পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
বিডিপ্রতিদিন/কবিরুল