সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব

0

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংবাদ সম্মেলনে কথা বলেন। তবে এ সময় তিনি বেশ কিছু বিষয় এড়িয়ে গেছেন। 

পাকিস্তান করেছে যে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তাদের এই দাবির বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনও উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এছাড়া আরও কয়েকটি বিষয় এড়িয়ে গেছেন তিনি।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মিশ্রি বলেন, বিমান ধ্বংস হওয়ার বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।

এদিকে, পাকিস্তানি বাহিনী ৫০ জন ভারতীয় সেনা হত্যা করেছে বলে সেখানকার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে কোনও প্রশ্ন করেননি ভারতীয় সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়ে কোনও কথাও বলেননি।

কিছু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুধবার পাকিস্তানে বিমান হামলায় ১০০ জন নিহত হয়েছে। কিন্তু এই দাবির বিষয়ে কথা বলেননি তিনি।

তিনি বলেন, এই বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে বলেন তিনি।

পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নিষ্ক্রিয় করেছে উল্লেখ করে এমন আরও কোনও লক্ষ্যবস্তু ভারতের তালিকায় রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনই অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে না।

যদিও পাকিস্তান, লাহোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার কথা অস্বীকার করেছে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here