সংখ্যাটা বড় নয়, কারা বিরোধী দল সেটাই আসল: চুন্নু

0

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সংখ্যাটা বড় নয়; পার্লামেন্টে কারা অপজিশন (বিরোধী দল) সেটাই আসল। মাননীয় স্পিকার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা আগামীতে একটি নজির হিসেবে কাজ করবে। এই স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

সোমবার দুপুরে বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের যেটুকু সমালোচনা করা হয় বা গৃহপালিত বলে সমালোচনা যাতে না হয় সেজন্য পার্লামেন্টের ভেতরে এবং বাইরে আগামীতে ভূমিকা রাখব। মানুষের কাছে যাতে গ্রহণযোগ্যতা পায় সেই লক্ষ্যে কাজ করে যাব।

এর আগে দ্বাদশ সংসদে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা এবং আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রবিবার সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here