‘সংক্ষিপ্ততম টেস্ট’ জয় ভারতের

0

মাত্র দেড় দিনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় পেল ভারত। বৃহস্পতিবার কেপটাউনে চা-বিরতির আগেই লক্ষ্যমাত্রার ৭৯ রান তুলে জিতে যায় রোহিত-কোহলিরা। বলের হিসেবে সবচেয়ে ছোট টেস্ট এটি। এতে ভেঙে গেল ৯২ বছর পুরনো রেকর্ড।

এই ম্যাচ ১০৭ ওভারের (৬৪২ বল) মধ্যেই শেষ হয়েছে। এর আগের রেকর্ড ছিল ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে। সেই ম্যাচটি শেষ হয়েছিল ১০৯.২ ওভার বা ৬৫৬ বলে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের ম্যাচ। ১৯৩৫ সালে সেই ম্যাচটি টিকেছিল ১১২ ওভার বা ৬৭২ বল।

প্রথম দিনে দ্বিতীয় ইনিংস খেলা শেষ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকারও তিনটি উইকেট পড়ে যায়। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দক্ষিণ আফ্রিকার সাত উইকেট পড়ে মধ্যাহ্নভোজের আগেই।

দক্ষিণ আফ্রিকার অন্য কোনো ব্যাটসম্যান যেখানে ১২ রানের বেশিই করতে পারেননি, এইডেন মার্করাম সেখানে খেলেছেন ১০৩ বলে ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে মার্করামের ওই শতকের পরও দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানে থেমে যায়।

এতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৭৯ রানের। সেটি ১২ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here