বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, সিরাতুল মুস্তাকিমের পথে আসুন। আপনাদের যদি এতোই জনপ্রিয়তা থাকে তাহলে নির্বাচনে আসেন।
তিনি বলেন, তারা অন্ধকার গলির পথ দিয়ে বাংলার মানুষের ভোটাধিকার ছিনতাই করে ক্ষমতায় আসতে চায়। সংবিধান অনুযায়ী ২০২৪ সালের নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী দেশে আবার নির্বাচন হোক এটিই সবাই চায়। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দল এই নির্বাচন ভণ্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করে চলেছে। গতকাল তারা ঢাকা শহরের প্রবেশমুখে অবস্থান নিয়ে বর্বরোচিতভাবে অন্ধকার যুগের মতো বাসে আগুন দিয়েছে। বিভিন্ন ধরনের যানবাহন ভাঙচুর করেছে।
এ সময় আব্দুর রহমান আরও বলেন, একটি দেশ আমাদের ভিসা দেবে না বলেছিল। শেখ হাসিনা তাদের বলেছিলেন, আমরাও ২ হাজার মাইল পাড়ি দিয়ে আপনাদের দেশে যাব না। এখন তারাও বাঁকা আঙুল সোজা করে নির্বাচনী বয়মে ঢুকেছে।
তিনি বলেন, বিএনপি নির্বাচন হতে দিবে না, অথচ ক্ষমতায় আসতে চায়। তাদের লক্ষ্য নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার রাস্তা তথা আরেকটি ওয়ান ইলেভেন তৈরি করা। বাংলাদেশের কিছু জনবিচ্ছিন্ন ব্যক্তিদের দিয়ে অরাজনৈতিক সরকার গঠন করা।
সমাবেশে বক্তব্যকালে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, এই দেশে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। এটি বুঝতে পেরে বিএনপি-জামায়াত আবার দেশে আগুন সন্ত্রাস শুরু করেছে। তিনি ফরিদপুর-১ আসনের সকলকে আব্দুর রহমানের নেতৃত্বে সমবেত হওয়ার আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ বলেন, জননেতা আব্দুর রহমান আওয়ামী লীগের অন্যতম একজন নীতি নির্ধারক। আগামীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদের আর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য কোন মন্ত্রীর দ্বারস্থ হতে হবে না। তিনি নিজেই মন্ত্রী হবেন।
মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সভাপতিত্ব এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মীরদাহ পিকুল, মধুখালী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ রহমান লিমন, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান, রায়পুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জাহাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ খোকন প্রমুখ।
সমাবেশে দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, নসিমন, করিমনসহ বহর ও মিছিল সহকারে নেতাকর্মীরা যোগ দিতে থাকেন। একপর্যায়ে আওয়ামী লীগের এ শান্তি সমাবেশ আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসমাবেশে পরিণত হয়।