ষড়যন্ত্র করে কোনো দিন সরকার পরিবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

0

লাগাতার কর্মসূচি বা ষড়যন্ত্র করে কোনো দিন সরকার পরিবর্তন হবে না, সরকার পরিবর্তন করতে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

১০ লাখ মানুষ অবস্থান করবে এ ধরনের কোনো গোয়েন্দা তথ্য রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি আমাদের কাছে বিএনপির নেতাকর্মীরা বা তাদের নেতাকর্মীরা যেভাবে বলছেন সেগুলোর ওপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে। এদেশের জনগণ কোনো অন্যায়-অত্যাচার মেনে নেয়নি, জনগণই এর জবাব দিয়ে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here