শ্রীলঙ্কা সিরিজ: অধিনায়ক শান্তর মতামত ছাড়াই দল ঘোষণা

0

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও দুই ওয়ানডের জন্য মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত দলে তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কোনো মতামত ছিল না। শান্তর অধিনায়ক হওয়া ও দল ঘোষণা পিঠাপিঠি দিনে হওয়াতে পরামর্শ নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। 

চট্টগ্রামে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে রাজ্জাক বলেন, ‘ও (শান্ত) তো তখন অধিনায়ক ছিল না। ওর নাম ঘোষণার আগেই দল ঘোষণা (চূড়ান্ত) হয়ে গেছে। এরপর থেকে ওর ইনপুট থাকবে।’

টি-টোয়েন্টি দলে ঢুকেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম শেখ, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও আলিস আল ইসলাম। বাদ পড়েছেন রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। ওয়ানডেতে ঢুকেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ ও রাকিবুল হাসান। 

সামনেই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এই সিরিজ দিয়ে কি বিশ্বকাপের মিশনও শুরু হচ্ছে? নির্বাচক রাজ্জাক জানান, তাদের নজর শুধু শ্রীলঙ্কা সিরিজের দিকে।

‘প্রথম চিন্তা হচ্ছে শ্রীলঙ্কার সাথে সিরিজ জিততে চাই। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, টি-টোয়েন্টি দলের সেখানে কিছুটা তো চিন্তা করা দরকার। যেহেতু বিপিএল চলছে মোক্ষম সময় আমাদের মনে হয়েছে।’

আগের নির্বাচক প্যানেলের মধ্যে একমাত্র রাজ্জাকই টিকে আছেন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে নতুন যুক্ত হয়েছেন হান্নান সরকার। বাদ পড়েছেন আগের মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here