আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে স্বল্প মেয়াদি ফাস্ট বোলিং পরামর্শক হিসেবে নিযুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। মঙ্গলবার এসএলসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালিঙ্গার কাজ শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে এবং চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও মালিঙ্গাকে সাদা বলের ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসেবে গণ্য করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তার ৫০০-এর বেশি উইকেট রয়েছে। ২০১৪ সালে শ্রীলঙ্কা একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেছিল মালিঙ্গার নেতৃত্বে।
মালিঙ্গার টি-টোয়েন্টি ক্যারিয়ারও দারুণ উজ্জ্বল। শ্রীলঙ্কার হয়ে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৭টি উইকেট নেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার অভিজ্ঞতা অসাধারণ; মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১২২ ম্যাচে ১৭০ উইকেট তার অর্জন। বর্তমানে তিনি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তাদের অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ৭ জানুয়ারি থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তুতি নেবে।

