তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাটেই নেতৃত্বের ভার দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সাকিবের খেলা অনিশ্চিত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার বোর্ড সভা শেষে শান্তকে অধিনায়ক ও সাকিবের শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।