যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস শ্রীলঙ্কায় তাদের সব স্টোর বন্ধ করে দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে ‘দুর্বল স্বাস্থ্যবিধি’র অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম বন্ধ রেখেছে।
মার্কিন প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে শ্রীলঙ্কায় তাদের কার্যক্রম শুরুর পর ১২টি আউটলেট চালু করে।
হাইকোর্টের নির্দেশনা বলা হয়েছে, স্থানীয় ব্যবসায়ীরা যে অভিযোগ করেছে তা তদন্ত না হওয়া পর্যন্ত ম্যাকডোনাল্ডস তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
এদিকে এ ঘটনায় ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খবর অনুসারে, রবিবার থেকেই আউটলেটগুলো বন্ধ দেখা গেছে। বাইরে টাঙানো নোটিশে বন্ধ থাকার কথা বলা হলেও, কবে আবার এগুলো খোলা হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। যদিও গত সপ্তাহে পূর্ব এশিয়ার অনেক দেশে প্রযুক্তি সমস্যার কারণে ম্যাকডোনাল্ডসের সেবা বন্ধ ছিল। তবে শ্রীলঙ্কায় এর প্রভাব পড়েনি।