শ্রীলঙ্কায় প্রথম এআই-চালিত হোটেল, পর্যটনে নতুন যুগের সূচনা

0
শ্রীলঙ্কায় প্রথম এআই-চালিত হোটেল, পর্যটনে নতুন যুগের সূচনা

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় পর্যটন খাতে নতুন যুগের সূচনা হয়েছে। দেশটির রাজধানী কলম্বোতে উদ্বোধন করা হয়েছে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত হোটেল ‘গ্র্যান্ড সারেনডিব কলম্বো’।

শুক্রবার রাজধানীর শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে হোটেলটির উদ্বোধন করেন শ্রীলঙ্কার পররাষ্ট্র, প্রবাসী কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথ।

একই অনুষ্ঠানে প্রযুক্তি ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এবিইসি কোম্পানির ২০তম বার্ষিকীও উদযাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ সনাথ জয়াসুরিয়া, এবিইসি প্রিমিয়ার দিলিপ কে. হেরাথ, সংসদ সদস্য ড. হার্শা দে সিলভা, বিভিন্ন দেশের কূটনীতিক, প্রফেসর ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা।

মন্ত্রী বিজিথা হেরাথ বলেন, এই প্রকল্পটি শ্রীলঙ্কার জন্য একটি বড় বিনিয়োগ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আমাদের স্মার্ট হসপিটালিটি ও পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উদ্বোধনে আরও বক্তব্য দেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেনগলি, ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আন্ডার্স বি. কার্লসেন, এবং ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি স্টেফান লিলার ও রোমানা শভাইগার।

পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, এই এআই-চালিত হোটেল প্রকল্পের মাধ্যমে শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার পর্যটন বাজারে প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সূত্র: লঙ্কা নিউজ ওয়েবডেইলি মিরর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here