শ্রীলঙ্কাকে ৭৬ রানে গুটিয়ে নিউজিল্যান্ডের বড় জয়

0

টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। লঙ্কানদের ৭৬ রানে অলআউট করে ১৯৮ রানে জিতেছে টম ল্যাথামের দল।

অকল্যান্ডের ইডেন পার্কের এই ম্যাচে লঙ্কানদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে কিউইরা। ১৯৮ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। কিউইদের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেন খেলেন ৪৯ বলে ৫১ রানের ইনিংস। রাচিন রবিন্দ্র ৪৯ ও ড্যারিল মিচেল ৪৭ রান করেন। এছাড়া গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৩৯ রান। ম্যাচসেরা হয়েছেন শিপলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here