সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ২১১ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। হাতে আছে আরও পাঁচ উইকেট। এমন অবস্থায় শ্রীলঙ্কাকে যত অল্প রানে থামানো যায়, বাংলাদেশের জন্য তত ভালো। তবে সেই সংখ্যাটা কত?
এমন প্রশ্নের উত্তরে শনিবার খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানান, শ্রীলঙ্কা এখন ২১১ রানে এগিয়ে আছে। আমরা যদি আগামীকাল সকালে দ্রুত কিছু উইকেট নিতে পারি, তাহলে আমাদের চতুর্থ ইনিংসে ২৫০ রানের মতো তাড়া করতে হবে।
এদিকে, শ্রীলঙ্কা অবশ্য আরেকটু বেশি রানে নিরাপত্তা খুঁজছে। দলটির পেস বোলিং কোচ দর্শনা গামাগে সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘আমি মনে করি ৩০০ প্লাস ভালো স্কোর হবে ডিফেন্ড করার জন্য। ফলে আমরা এটাকে লক্ষ্য করে এগিয়ে যাব।’
উল্লেখ্য, প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। আর বাংলাদেশ প্রথম ইনিংসে করতে পারে মাত্র ১৮৮ রান।