গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, শ্রীপুর থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংকির ভেতর থেকে দুই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে। আমরা ধারণা করছি বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, সেপটিক ট্যাংকের ভেতর থেকে শ্রমিকদের মরদেহ তুলে এনেছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।