গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত জলিল উপজেলার গোসিংগা ইউনিয়নের খোজেখানী গ্রামের বাতেন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলার শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়কের টেংরা রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই মো. তাজমুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মৃত ব্যক্তির মুখ থেঁতলে গেছে। স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করলে সেটি থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে পরবর্তী আইন পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।