শ্রীপুরে পেট্রোল ঢেলে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

0

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়াগড়িয়া মাস্টার বাড়ি এলাকায় কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৭-৮টি সিটসহ বাসের সিলিং পুড়ে যায়।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টায় শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়াগড়িয়া মাস্টার বাড়ি এলাকার রাজা বাদশা বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকা রাজা-বাদশা পরিবহন নামের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

মাওনা হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য নিয়ে জেনেছি দুইটি সিট নাকি পুড়ছিলো। বাস নিয়ে চালক গন্তব্যের উদ্দেশ্য চলে গেছে।

গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, বিষয়টি খোঁজ নিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here