গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে শ্রীপুর পৌরসভার লোহাগাছ মোল্লা বাড়ি মসজিদের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট ।
শ্রীপুর রেলওেয়ের স্টেশন মাস্টার ছাইদুর রহমান বলেন, লাশ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।