গাজীপুরের শ্রীপুরে পানি পান করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ড্রাম্প ট্রাকচাপায় নয়ন মিয়া নামে এক কিশোর নিহত হয়েছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১০টায় মহাসড়কের মুলাইদের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া (১৭) সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বাইশ্যার পাড় গ্রামের কামাল মিয়ার ছেলে। শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল সে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে ঘাতক ড্রাম্প ট্রাক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।