শ্রীনগরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

0
শ্রীনগরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে এলডিডিপি প্রকল্পের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুধপান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার ভাগ্যকুল সরকারি শিশু পরিবারে (বালক) প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।

শ্রীনগর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান।

শিশু পরিবারের সদস্যদের মাঝে উন্নতমানের দুপুরের খাবার পরিবেশন করা হয়। এছাড়া শিশুদের মাঝে তরল দুধ, চকলেট, খেলাধুলার সামগ্রী ও বিভিন্ন উপহার বিতরণ করেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আক্তার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. নুরুল ইসলাম, উপজেলা পিআইও মোহাম্মদ তাজুল ইসলামসহ গণমাধ্যম কর্মী ও সরকারি শিশু পরিবারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here