নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় ৪০ মিনিট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় অবস্থিত কোরেশ বাংলাদেশ লিমিটেড নামক একটি গার্মেন্টসের ৭০ জন শ্রমিককে কোনো আর্থিক সুবিধা না দিয়ে ছাঁটাই করা হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। এর প্রতিবাদে সকাল ১০টা ১০ মিনিটের দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, শ্রমিকরা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রেখেছিলেন। তাদের সঙ্গে আলোচনা করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি সমাধানের জন্য গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

