শ্রমিকের নামে কোন চাঁদাবাজি নাটোরের মাটিতে হবে না: দুলু

0

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকের নামে কোন চাঁদাবাজি নাটোরের মাটিতে হবে না। অতীতে যারা শ্রমিকদের ব্যবহার করে চাঁদাবাজি করেছেন তারা সাবধান হয়ে যান। শ্রমিকদের টাকা নিজেরা ভাগাভাগির দিন শেষ, প্রকৃত শ্রমিক, নির্যাতিত ও দরিদ্ররাই এর দাবিদার। তারাই এসব অর্থ পাবেন। 

শনিবার নাটোরের শ্রমিকদের মৃত্যুকালীন ও বিবাহকালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

শনিবার বেলা ১২টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের মধ্যে ১০০ জন মৃত চালক ও চালকের সহকারীর পরিবারের মাঝে মৃত্যুকালীন সাড়ে বার হাজার টাকা করে ও বিবাহকালীন ৪০০ জনের মাঝে তিন হাজার টাকা করে প্রদান  করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল মজিদসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। পরে বিকেলে নাটোরের ইউনাইটেড প্রেসক্লাবের ইফতার মাহফিলে ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের টুটি চেপে ধরে রেখেছিল। দেশে স্বাধীন ভাবে সংবাদ পরিবেশনের কোন পরিবেশ ছিল না। সরকার অনেক গণমাধ্যম জোর করে বন্ধ করেছিল, অনেক সাংবাদিককে আটক করে জেলে পাঠিয়েছিল। অনেক সাংবাদিক আবার সরকারের দালালি করতে গিয়ে গণমাধ্যমকে ধ্বংস করেছে। যার মূল্য দিতে হয়েছে পুরো জাতিকে। দেশের গণমাধ্যম ধ্বংস হলে পুরো জাতিও ধ্বংস হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here