বগুড়ার নন্দীগ্রামে প্রচণ্ড তাপদাহে অস্বস্তিতে থাকা দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে পৌর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন।
ওমরপুর বাসস্ট্যান্ডে দুই শতাধিক খেটে-খাওয়া শ্রমজীবীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, পৌর আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন, রুবেল আহমেদ, আজমীর হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদ আলী, মৎস্যজীবী লীগ নেতা মাহবুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।