ফরিদপুরের মধুখালীতে শ্যালকের হাতে খুন হয়েছেন দুলাভাই। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৩৫) । তার বাড়ী মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামে। তার বাবার নাম মানিক শেখ।
নিহত নিজাম উদ্দিনের ছোট ভাই আজিম উদ্দিন জানান, তার বড় ভাই নিজাম উদ্দিন তার শ্যালিকাকে নিয়ে ঘুরতে বের হয়। এ নিয়ে তার শ্যালক আশুরুলের সাথে কথা কাটাকাটি হয়। একপর্য়ায়ে রাতে আশারুল তার সহযোগী ইলিয়াস, মামুন, হারুনসহ কয়েকজন সহযোগীসহ আমাদের বাড়িতে আসে। এসময় তারা আমার ভাবীকে ঘর থেকে বের করে দিয়ে আমার ভাইকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল করেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় রাতে ঢাকায় নেবার পথে মারা যায় নিজাম উদ্দিন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।