শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

0

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আব্দুল আলিম একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা-৪ সংসদীয় আসন (শ্যামনগর ও কালিগংঞ্জ আংশিক) এর টিম প্রধানের দায়িত্বে রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্যামনগর উপজেলা শাখার পূর্ববর্তী কমিটি ও গত ১৯ জানুয়ারি ঘোষিত শ্যামনগর উপজেলা, পৌরসভার আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় নির্দেশিত হয়ে উক্ত কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।

এর আগে গত রবিবার (১৯ জানুয়ারি) রাতে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব মো. আব্দুল আলিম স্বাক্ষরিত শ্যামনগর উপজেলা বিএনপি ও শ্যামনগর পৌর বিএনপির নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটি অনুমোদনের পর থেকেই নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। ত্যাগী নেতাদের উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগে এই কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা নবগঠিত কমিটির বিলুপ্ত দাবি করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here