সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ অভিযান চালিয়ে সাতক্ষীরা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে হাফিজুর রহমানের মাছের ঘেরের সামনে রাস্তার উপর থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এসএম জাহাঙ্গীর আলম তাকে আটক করেন। এসময় তাকে তল্লাশি করে ১টি ওয়ান শুটারগানসহ দুই রাউন্ড তাজা গুলি জব্দ করে পুলিশ। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া গ্রামে মৃত মোশারফ হোসেনের পুত্র।
শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র বিকিকিনির খবর জানতে পেরে পুলিশ ভোররাতে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওই যুবককে আটক করা হয়। পরে তার পরিচয় জানাজায় সে সাতক্ষীরা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও জেলা বিএনপির সদস্য। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা করার লক্ষ্যে এই অস্ত্র সংগ্রহ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ অস্ত্র আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।