শ্বশুরকে আত্মহত্যার কথা জানিয়ে স্ত্রীকে দাফন, ৯ দিন পর তোলা হলো লাশ

0

লক্ষ্মীপুরের রামগঞ্জে দাফনের ৯ দিন পর কবর থেকে আসমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে রামগঞ্জ ও চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশ। আজ সোমবার সকাল ১১টায় রামগঞ্জ পৌর কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ীর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের উপস্থিতিতে গৃহবধূ আসমা আক্তারের লাশটি উত্তোলন করা হয়। এ ঘটনায় কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ীর তোফাজ্জেল হোসেনের (কাজী শামীম) ছেলে ও গৃহবধূ আসমা আক্তারের স্বামী কাজী শাহেদুজ্জামান রিমনকে (প্রকাশ লিমন) আটক করা হয়। 

পতেঙ্গা থানার উপ পরিদর্শক সফিকুল ইসলাম জানান, আমরা মামলা হওয়ার পর তদন্তে নেমে পড়ি। ঘটনাস্থলে গিয়ে বাড়ীর মালিকের সাথে কথা বলে অ্যাম্বুলেন্স চালকের সাথে কথা বলি। আটক করা হয় গৃহবধূ আসমা আক্তারের স্বামী শাহেদুজ্জামান রিমনকে। তারপর তাকে সাথে নিয়ে আদালতের নির্দেশে লাশ উদ্ধার করতে আজ সোমবার সকালে রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে রামগঞ্জ উপজেলার কাজীরখীল গ্রামের একটি কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, আদালতের নির্দেশে ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলামের তত্বাবধানে কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ীর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। পতেঙ্গা থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here