শৈশবে ভয়াবহ অভিজ্ঞতা, নৃত্যগুরুর হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী

0

‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে রণবীর সিংয়ের বোনের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অঞ্জলি দিনেশ আনন্দ সম্প্রতি নিজের শৈশবের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এছাড়া, ‘ডাব্বা কার্টেল’ ছবিতে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।

এক সাক্ষাৎকারে অঞ্জলি জানান, শৈশবে দীর্ঘদিন ধরে হেনস্তার শিকার হয়েছেন এবং সেই ভয়াবহ স্মৃতি এখনও তাকে তাড়া করে ফেরে।

অঞ্জলি বলেন, “আমি বুঝতে পারছিলাম না তখন কী করা উচিত। তখন আমার বয়স মাত্র আট বছর। বাবার মৃত্যুর পর আমার নৃত্যগুরু বলতে থাকেন, তিনিই নাকি আমার বাবা। শিশুমনে সেই কথা বিশ্বাস করেছিলাম। তাছাড়া তখন আমার আর কোনো উপায়ও ছিল না।”

এরপর তিনি আরও বলেন, “সেই নৃত্যগুরু ধীরে ধীরে আমাকে স্পর্শ করতে শুরু করেন। একদিন হঠাৎ আমার ঠোঁটে চুমু খেয়ে বলেন, ‘বাবারা এমনটাই করেন।’ এরপর থেকে তিনি আমার জীবন অনেকটাই নিয়ন্ত্রণ করতে শুরু করেন।”

নিজের সেই দুর্বিষহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আজও শিউরে ওঠেন অঞ্জলি। ১৪ বছর বয়স পর্যন্ত চলে নিপীড়ন, প্রেমিক এসে করেছিলেন উদ্ধার। 

অঞ্জলি আরও জানান, এই নৃত্যগুরুর হাত থেকে মুক্তি পেতে তাকে ১৪ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অবশেষে তার প্রথম প্রেমিকই তাকে এই ভয়ংকর পরিস্থিতি থেকে উদ্ধার করতে সাহায্য করেন।

এই ঘটনার কথা জানিয়ে অঞ্জলি বলেন, “আমার প্রথম প্রেমিক যখন আমার জীবনে আসে, তখনই আমি সাহস পাই এবং এই নৃত্যগুরুর কবল থেকে বেরিয়ে আসতে সক্ষম হই।”

অভিনেত্রীর এই স্বীকারোক্তি গভীর আলোড়ন সৃষ্টি করেছে। শৈশবে নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য তিনি সকলকে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here