শৈশবের ক্লাবের জন্য হালান্ডের ‘উপহার’

0

গোলের পর গোল করে ইউরোপ মাতিয়ে বেড়াচ্ছেন সময়ের সেরা তারকা আরলিং হালান্ড। তবে ভুলে যাননি শৈশবের ক্লাব ব্রিনাকে। ক্লাবের সমর্থকদের জন্য বিশেষ এক উপহার দিচ্ছেন তিনি।

আগামী শনিবার (২৫ নভেম্বর) নরওয়ের শীর্ষে লিগে খেলার জন্য প্লে-অফ ম্যাচে মাঠে নামবে দেশটির দ্বিতীয় স্তরের ফুটবলে খেলা ব্রিনা। ২০০৬ সালের পর এবারই প্রথম শীর্ষ লিগে ওঠার জন্য লড়বে তারা। ম্যাচটি হবে প্রতিপক্ষের মাঠে। এই ম্যাচ দেখতে যাওয়া ব্রিনার সমর্থকদের যাতায়াত ভাড়া বহন করবেন হালান্ড।

ব্রিনার হয়ে ১১ বছর বয়সভিত্তিক দলে খেলেছেন হলান্ড। এরপর সুযোগ মেলে ক্লাবটির সিনিয়র দলেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here