ঝিনাইদহের শৈলকূপায় পানিতে ডুবে তাবাচ্ছুম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের কাকুড়িডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের সাইফুল খন্দকারের পালিত মেয়ে।
জানা গেছে, সকালে খেলতে গিয়ে সবার অজান্তে তাবাচ্ছুম বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পানিতে তার মরদেহ ভেসে ওঠে।
বিষয়টি নিশ্চিত করে হাটফাজিলপুর ক্যাম্প ইনর্চাজ গৌরাঙ্গ হরি জানান, শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।