শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

0

ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কের হাজরামিনা বটতলা নামক স্থানে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

শনিবার (১১ মে) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হামজা রহমান (৪৮)। তিনি উপজেলার সোন্দাহ গ্রামের  রাফা উদ্দিনের ছেলে।

স্থানীয় আমোদ নামের এক ব্যক্তি জানান,রাত ৮টার দিকে সোন্দাহ গ্রামের হামজা রহমান বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে হিতামপুর নামক স্থানে পৌঁছলে সামনে থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হামজা রহমান নিহত হন এবং মোটরসাইকেল চালক মাসুম গুরুতর আহত হন।

এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here