শৈলকুপায় পিপিআর রোগ মুক্তকরণ টিকাদান কর্মসূচির উদ্বোধন

0

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পিপিআর রোগ মুক্তকরণ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সারুটিয়া আশ্রয়ণ প্রকল্প চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম হাকিম আহমেদ, সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা। এসময় কয়েক শতাধিক কৃষকের ছাগল-ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here