রংপুর-রাজশাহী দুটি বিভাগই পুরোপুরি শৈত্যপ্রবাহের আওতায়। এর সঙ্গে যোগ হয়েছে গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া– সব মিলিয়ে ২৪ জেলা। বৃহস্পতিবার ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে, যা অন্তত আরও কয়েক দিন স্থায়ী হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এভাবে শৈত্যপ্রবাহ চলতে পারে কয়েক দিন। অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসের অন্তত মাঝামাঝি পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এর পাশাপাশি আট জেলা, অর্থাৎ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায়ও বয়ে গেছে শৈত্যপ্রবাহ। রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। তাই সব মিলিয়ে গতকাল ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত বুধবার দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। এর মধ্যে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ২৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সে হিসাবে শৈত্যপ্রবাহটি আগামী সোমবার পর্যন্ত বিরাজ করতে পারে। এরপর এ শৈত্যপ্রবাহটি বিরাজ করবে কিনা, পরবর্তী সময়ে বোঝা যাবে। তবে বলা যাচ্ছে, শৈত্যপ্রবাহটি আরও কিছুদিন থাকবে।

