শেষ হলো ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন। আজ রাত ১০টা ১১ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সমাপনী ভাষণ দেন। এর পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশন সমাপ্তি সম্পর্কিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করে শোনান। তার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনানো হয়।
২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হয় গত ৩১ মে বিকেল পাঁচটায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী তার প্রদত্ত ক্ষমতাবলে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন। ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পেশ করেন, যা পাস হয় ২৬ জুন।