শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে নেওয়া হলো রবিচন্দ্রন অশ্বিনকে। চোট পাওয়া অক্ষর প্যাটেলের জায়গায় দলে নেওয়া হলো তাকে। আজ বৃহস্পতিবার এ পরিবর্তন এনেছে ভারত।
ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। এর আগে আজ শেষবারের মতো দল পরিবর্তন করার সুযোগ ছিল।
এশিয়া কাপের দলে ছিলেন না অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তাকে দলে নেওয়া হয়। দেড় বছর পর ওয়ানডের দলে ফেরানো হয় তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুটি ম্যাচ খেলেছেন অশ্বিন। এই ২ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ৪টি। তার পর থেকেই তাকে দলে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠতে থাকে।
ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ এবং মোহম্মদ সিরাজ।