শেষ মুহূর্তে বাতিল মোদি ও মেসির সাক্ষাৎ

0
শেষ মুহূর্তে বাতিল মোদি ও মেসির সাক্ষাৎ

আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত সাক্ষাৎ বাতিল হয়েছে। গোট ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে আজ সোমবার নয়াদিল্লিতে মেসির ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল। এই বৈঠকের জন্য ২১ মিনিটের একটি প্রোটোকলও প্রস্তুত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে চার দিনের বিদেশ সফরে যাচ্ছেন। তিনি জর্ডান, ইথিওপিয়া ও ওমান সফর করবেন। ভারত ছাড়ার আগে তিনি এক বিবৃতিতে জানান, আজ তিনি এই তিন দেশে যাচ্ছেন। এই দেশগুলোর সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতাগত সম্পর্ক রয়েছে এবং বিস্তৃত সমসাময়িক দ্বিপাক্ষিক যোগাযোগও রয়েছে।

মেসির তিন দিনের ভারত সফরের প্রথম গন্তব্য ছিল কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে তার উপস্থিতিকে ঘিরে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও পরবর্তী দুই শহর হায়দরাবাদ ও মুম্বাইয়ে সফর নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।

মেসির ভারত সফরের শেষ পর্ব অনুষ্ঠিত হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here