শেষ সময়ের প্রস্তুতি চলছে জমাটি ক্রিকেট আসর বিপিএলের। ৭ দলের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল) টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামীকাল। ২০ ওভারের টুর্নামেন্টের শিরোপা জিততে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। টুর্নামেন্ট খেলতে ঢাকা আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। আর শেষ মুহূর্তে নতুন এক তারকাকে দলে নিয়ে চমকে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এর আগে ইংলিশ তারকা উইল জ্যাকসকে বিশ্বের কাছে পরিচিত করিয়ে দিয়েছিল চট্টগ্রাম। বিপিএলে এসেই নিজের জাত চিনিয়েছিলেন উইল। এবার আরও এক ইংলিশ তারকার দ্বারস্থ হয়েছে বন্দরনগরীর দলটি। তবে উইল জ্যাকসের মত আনকোরা কোনো প্রতিভা নয়। তাদের এবারের সংযোজন প্রতিষ্ঠিত ইংলিশ তারকা ফিল সল্ট।
গেল ডিসেম্বরে আইপিএল নিলামে অবিক্রিত থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে সল্ট জানান দেন নিজের টি-টোয়েন্টি সামর্থ্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০ ইনিংসে ১৬৬ স্ট্রাইকরেটে ৬৩৯ রান করেছেন তিনি। দলের প্রয়োজনে উইকেটের পেছনেও বেশ সাবলীল তিনি। ঘরোয়া টি-টোয়েন্টিতেও সাবলীল সল্ট। ২৬ গড় আর ১৫২ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন এই ইংলিশম্যান।