শেষ মুহূর্তের পেনাল্টিতে হার এড়াল বায়ার্ন

0
শেষ মুহূর্তের পেনাল্টিতে হার এড়াল বায়ার্ন

হোঁচট খেলেও অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখল বায়ার্ন মিউনিখ।  বুন্ডেসলিগার টেবিলের নিচের দিকে থাকা মাইন্সের বিপক্ষে শেষ মুহূর্তের পেনাল্টিতে কোনোমতে হার এড়িয়েছে শিরোপাধারীরা।  তবে ড্র করেও এই ম্যাচে দারুণ একটি রেকর্ড গড়েছে বায়ার্ন।

রবিবার আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

শুরুর দিক থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় বায়ার্ন। একের পর এক আক্রমণের ফল হিসেবে ২৯তম মিনিটে দলকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার লেনার্ট কার্ল। কাছ থেকে করা এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে বুন্ডেসলিগায় বায়ার্নের গোলসংখ্যা দাঁড়ায় ৫০ এ।

মাত্র ১৪ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করে বুন্ডেসলিগার ইতিহাসে দ্রুততম দল হিসেবে নতুন রেকর্ড গড়ে মিউনিখের ক্লাবটি।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। বিরতির ঠিক আগে পোতুল্সকির গোলে সমতায় ফেরে মাইন্স। দ্বিতীয়ার্ধে ৬৭তম মিনিটে লি জে-সাংয়ের গোলে উল্টো এগিয়েও যায় টেবিলের তলানিতে থাকা দলটি।

হারের শঙ্কায় পড়ে যায় বায়ার্ন। শেষ দিকে মরিয়া আক্রমণে নামে স্বাগতিকরা। অবশেষে ৮৭তম মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হন হ্যারি কেইন। স্পট কিক থেকে গোল করে দলকে রক্ষা করেন এই ইংলিশ স্ট্রাইকার।

লিগে আগের ম্যাচে স্টুটগার্টের বিপক্ষে হ্যাটট্রিক করা কেইনের এটি ছিল চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১৮তম গোল। গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

ড্র হলেও চলতি লিগে এখনো অপরাজিত বায়ার্ন। ১৪ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাইপজিগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here