মৌসুম পূর্ববর্তী প্রীতি ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার বিকেলে টোকিওতে জেমস ম্যাকআতে ও আয়মেরিক লাপোর্তের গোলে ভর করে তারা ২-১ গোলে হারিয়েছে বায়ার্নকে।
এদিন ম্যাচের ২১ মিনিটে জেমসের গোলে ভর করে এগিয়ে যায় স্কাই ব্লুজরা। তার গোলে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে তারা। ৮১ মিনিটের মাথায় বায়ার্নের মাথিয়াস টেল গোল করে সমতা ফেরান। কিন্তু এই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৬ মিনিটের মাথায় চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন সিটির লাপোর্তে গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েগ পেপ গার্দিওলার শিষ্যরা।