শেষ বলের ভুলে ক্ষমা চাইলেন আকবর

0
শেষ বলের ভুলে ক্ষমা চাইলেন আকবর

এশিয়া কাপ রাইজিং স্টারস সেমিফাইনালে ভারতের বিপক্ষে নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে ম্যাচের শেষ বলে নিজের বড় ভুলটি ভুলতে পারছেন না অধিনায়ক ও উইকেটরক্ষক আকবর আলী। সেই ভুলের কারণেই ম্যাচটি টাই হয়ে সুপার ওভারে গড়ায় বলে মনে করছেন তিনি।

শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৪ রান। ব্যাটাররা ২ রান নেওয়ার পর আকবর অযথা থ্রো করলে ওভারথ্রো থেকে আরও ১ রান পায় ভারত। ফলে ম্যাচ টাই হয়ে যায়। যদিও সুপার ওভারে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে জয় পায় বাংলাদেশ ‘এ’ দল।

ম্যাচ শেষে আকবর বলেন,‘আমি শুরুতেই সবার কাছে ক্ষমা চাইছি। জানতাম ৪ রান দরকার, কিন্তু তখন কীভাবে যেন বলটা থ্রো করে ফেললাম।’

সেই সঙ্গে ইয়াসির রাব্বি ও এসএম মেহেরবের দারুণ ব্যাটিংয়ের প্রশংসা করেন তিনি। রিপন মণ্ডলের ১৯তম ওভারকেও ম্যাচের টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন আকবর।

শেষ ওভারে রাকিবুলের ওপর ভরসা রাখলেও ক্যাচ মিস ও ফিল্ডিং ভুলে ম্যাচ জটিল হয়ে যায় বলে জানান তিনি।

২৩ নভেম্বর ফাইনালে পাকিস্তান ‘এ’ অথবা শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে ভুল শুধরে সেরা পারফরম্যান্স দিতে চান আকবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here