শেষ বয়সে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি তারা

0

জীবনযুদ্ধে ভূমিহীন হয়ে পড়া শরিয়তুন নেছা (৫৫) বর্তমান সরকারের সহযোগিতায় আবার মাথা গোজার ঠাঁই পেয়েছেন খানসামার গোয়ালডিহি ইউপির বটতলী আশ্রায়নে। ঘর পেয়ে সামনের জায়গায় শাক-সবজি চাষ করছেন, লাউ-কুমড়া লাগিয়েছেন। এখন তার চোখে-মুখে আনন্দের উচ্ছাস।

এসময় শরিয়তুন নেছা জানান, ১৩ বছর আগে স্বামী আছিমদ্দিন মারা যান। এরপর সংসার জীবনে নেমে আসে অন্ধকার। সংসার চালানো ছাড়াও মেয়েদের বিয়ে নিয়ে চিন্তায় পড়েন। শেষে যে ভিটেমাটি ছিল তা বিক্রি করে দুই মেয়েকে বিয়ে দিতে হয়। এরপর নিজেই ভূমিহীন হয়ে পড়েন। সংসার চালানোই কঠিন সেখানে থাকার জায়গা কিভাবে করবো। দিনমজুরি করে কোনো রকমে দিনাতিপাত করি। অবশেষে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে এই আশ্রায়নে একটি থাকার ঘর বরাদ্দ পায়। এখন আবার তার মুখে হাসি ফিরে এসেছে। মেয়ে-জামাইসহ তার পরিবারে এখন ৫ জন সদস্য রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here