ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করে শিরোপা লড়াইয়ে লিভারপুলের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে আর্সেনাল। যদিও এখনো পয়েন্ট টেবিলের দুইয়ে আছে মিকেল আর্তেতার দল। শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়লেও নিজেদের সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি বলে মনে করেন আর্তেতা।
ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার প্রিমিয়ার লিগ ম্যাচটি ১-১ ড্র করে আর্সেনাল। প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেসের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন ডেকলান রাইস।
ম্যানইউর বিপক্ষে ড্র করার পর ম্যাচ শেষে শিরোপা সম্ভাবনা শেষ হয়ে গেল কি না, এমন প্রশ্নে আর্তেতা বলেন, ‘আমি তা বলতে চাই না।’
‘আজ (রবিবার) হতাশাজনক ব্যাপার হলো আমরা ম্যাচটা জিততে পারিনি। আমরা গুরুত্বটা জানি, (শিরোপা জয়ের) কোনো সুযোগ পেতে চাইলে আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে।’
ইউনাইটেডের বিপক্ষে গোল করা মিডফিল্ডার রাইস বললেন, মৌসুমের শেষ পর্যন্ত লড়ে যেতে চান তারা। ‘ম্যানেজার যেমনটা বলেছেন, আমরা মৌসুমের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। লিভারপুল গোটা মৌসুম অসাধারণ খেলছে। আমরা আর্সেনাল। চোট আমাদের ভুগিয়েছে। আমরা লড়াই চালিয়ে যাব।’